অন্যান্যইনফরমেশন

বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারের সুবিধা ও টিপস

বিমানবন্দরের লাউঞ্জ – (Airport Lounges) হলো এমন একটি প্রিমিয়াম অপেক্ষা করার জায়গা যেখানে যাত্রীরা তাদের ফ্লাইটের আগে আরাম করে সময় কাটাতে পারেন, যা সাধারণ ওয়েটিং এরিয়ার চেয়ে অনেক বেশি আরামদায়ক ও সুবিধাজনক।

বিমানবন্দর লাউঞ্জে সাধারণত যে সুবিধাগুলো থাকে:

  • 🛋️ আরামদায়ক সোফা ও শান্ত পরিবেশ।
  • 🍽️ ফ্রি খাবার ও পানীয় (কখনও বাফে সিস্টেম)।
  • ☕ কফি, চা, জুস এবং কিছু ক্ষেত্রে মদ্যপ পানীয়।
  • 📶 হাই-স্পিড ওয়াইফাই।
  • 🔌 মোবাইল/ল্যাপটপ চার্জিং পোর্ট।
  • 📰 সংবাদপত্র ও ম্যাগাজি।
  • 🚿 শাওয়ার ও রেস্টরুম (কিছু লাউঞ্জে)।
  • 🛏️ রেস্ট এরিয়া/ঘুমানোর জায়গা (কিছু আন্তর্জাতিক লাউঞ্জে)।

কারা লাউঞ্জ ব্যবহার করতে পারেন?

  • বিজনেস বা ফার্স্ট ক্লাস যাত্রী – বিনামূল্যে।
  • প্রায়োরিটি পাস / লাউঞ্জ কি / অন্যান্য মেম্বারশিপ কার্ডধারী।
  • ক্রেডিট কার্ড সুবিধা – অনেক ব্যাংকের প্রিমিয়াম কার্ডে ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস থাকে।
  • টাকা দিয়ে অ্যাক্সেস – যেকোনো যাত্রী নির্দিষ্ট ফি দিয়ে ঢুকতে পারেন।

🔹 বাংলাদেশে জনপ্রিয় লাউঞ্জঃ

  • ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • SkyLounge (Eastern Bank Skylounge)
  • Balaka Executive Lounge
  • MTB Air Lounge
  • City Bank American Express Lounge
  • চট্টগ্রাম (শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর)
  • Cox’s Bazar Lounge
  • সিলেট (ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর)
  • Green Lounge

ঢাকার লাউঞ্জগুলোর ভাড়া, সুবিধা অ্যাক্সেসঃ

  • SkyLounge (Eastern Bank Skylounge)
  • অবস্থান: টার্মিনাল 1, আন্তর্জাতিক ডিপারচার—এয়ারসাইড, ২য় তলা
  • ভাড়াঃ ওয়াক-ইন: BDT 1,500 প্রতি জন
  • EBL পে-অতে-দরঃ  BDT 2,700 বা USD 27 (পিস সহ) প্রতি ৬ ঘণ্টায়, ক্যাশ গ্রহণ করা হয় না

সুবিধাঃ ২৪ ঘণ্টা, এসি, ওয়াই-ফাই, শাওয়ার, ফুট ম্যাসাজ চেয়ার, নিউজপেপার/ম্যাগাজিন, প্রেয়ার রুম, টিভি, ফ্লাইট অবজার্ভেশন মনিটর, ফোন, স্মোকিং রুম ইত্যাদি

অ্যাক্সেস শর্ত:

  • ফ্লাইটের বোর্ডিং পাস থাকা আবশ্যক
  • Kuwait, Malaysia, Malindo, Singapore, ও US-Bangla Airlines বিজনেস ক্লাস যাত্রীদের বোর্ডিং পাস দেখিয়ে প্রবেশের অনুমতি, তবে EBL কার্ড মুক্ত নয়

Balaka Executive Lounge (InterContinental Dhaka)

  • অবস্থান: আন্তর্জাতিক টার্মিনাল, নিরাপত্তা পরীক্ষার পর (এয়ারসাইড)
  • ভাড়াঃ (ShareTrip অফার) BDT 2,500 (VAT সহ), আগাম বুকিং ও ভাউচার প্রয়োজন, অন্তত ৪৮ ঘণ্টা পূর্বেই যোগাযোগ করা আবশ্যক

সুবিধাঃ

  • শান্ত পরিবেশ, ১৪২ আসন, সিগারেট জোন, শাওয়ার, বিনোদনের জন্য TV ও ম্যাগাজিন, ফ্রি ওয়াই-ফাই, চার্জিং পয়েন্ট, দৈনিক সংবাদপত্র, বাফে-স্টাইল খাবার, অ্যালকহলিক ও নন-অ্যালকহলিক পানীয়, রেস্টিং চেয়ার, গান্ধের ডেস্ক, পৃথক টয়লেট ইত্যাদি

অ্যাক্সেসঃ

  • ShareTrip-এর মাধ্যমে আগাম বুকিং ও ভাউচার নিয়ে প্রবেশ

VIP / CIP Lounges (HSIA অফিসিয়াল)

নাম: VIP: দোলনচাপা, বকুল, রজনীগন্ধা

  • CIP: চামেলী CIP Lounge (BDC)

অ্যাক্সেস; সাধারণ যাত্রীদের জন্য নয়—মূলত VIP/সম্মানিত যাত্রী (যেমন সরকারী, বিশেষ আমদানি/নিরাপত্তা ভিন্ন)দের জন্য ভিত্তিক।

অতিরিক্ত সুবিধা (VIP/সম্মানিত জন্য):

  • ট্রলি সার্ভিস, হেল্প ডেস্ক, বেবি কেয়ার, নামাজের জায়গা, হুইলচেয়ার সহায়তা, হেলথ সেবা, ডিউটি-ফ্রি শপ, লাগেজ র‌্যাপিং, শাটল বাস ইত্যাদি।

অন্য লাউঞ্জঃ (সংক্ষিপ্ত তালিকা)

  • MTB Air Lounge
  • UCB Imperial Lounge
  • City Bank AmEx Lounge
  • Maslin Lounge (Biman Bangladesh)
  • Platinum International Lounge

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!