প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:৫৮ এ.এম
হাতির বাংলো -চট্টগ্রাম | Elephant Bungalow

🐘✨চট্টগ্রামের ঐতিহাসিক স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম হলো 'হাতির বাংলো' (Elephant Bungalow)। ১৮৯৩ সালে নির্মিত এই ভবনটি চট্টগ্রাম শহরের লেডিস ক্লাবের কাছে লালখান বাজারের পাহাড়চূড়ায় অবস্থিত। এটি ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজার কর্তৃক রেলওয়ে কর্মকর্তাদের জন্য নির্মিত হয়েছিল। নামের মতোই বাংলোটির নকশায় ফুটে উঠেছে হাতির আকৃতি।
🏛 ইতিহাস:
- আনুমানিক ১৮৯৮ সালে নির্মিত
- আসাম বেঙ্গল রেলওয়ের প্রকৌশলীদের থাকার জন্য ব্যবহার হতো
- ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক কাজ ও বিনোদনের জন্যও ব্যবহৃত
🔸 নির্মাণশৈলী (Elephant Bungalow):
- নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট, পাথর ও ফেরো সিমেন্ট
- ষড়ভুজাকৃতির জানালা
- হাতির শুঁড়ের মতো বারান্দার ছাদ
- দোতলা ভবন – নিচে ৪টি, উপরে ১টি কক্ষ
- হাতির দাঁত ও চোখের অনন্য নকশা
- দীর্ঘদিন ব্যবহারের পর বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় আছে। তবুও বাংলোটি বাংলাদেশ রেলওয়ের ইতিহাস এবং স্থাপত্য ঐতিহ্য বহন করছে।
🔸 ভ্রমণপথ:
- লালখান বাজার মোড় থেকে কাজীর দেউড়ি যাওয়ার পথে শহীদ সাইফুদ্দিন সড়ক ওঠুন
- এরপর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশের রাস্তা দিয়ে প্রবেশ করুন
- ছোট রেল টিলা ধরে কিছুটা ওপরে উঠলেই বাংলোটি দেখা যাবে
👉 টিপস
- উপরের কক্ষে উঠলে লালখান বাজার ও পাহাড়চূড়ার মনোরম দৃশ্য উপভোগ করা যায়
- ভেতরে প্রবেশের সময় সাবধান থাকুন, কারণ কিছু অংশ ক্ষয়প্রাপ্ত
Copyright © 2026 ভ্রমন পোস্ট | Vromon Post. All rights reserved.