প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:১২ এ.এম
কাঞ্চনজঙ্ঘা | Kangchenjunga
বাংলাদেশের একমাত্র জায়গা তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকেই খালি চোখে কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga) দেখা যায়। শরৎ ও শীত মৌসুমে (অক্টোবর থেকে জানুয়ারি) আকাশ পরিষ্কার থাকলে ভোরবেলা কিংবা বিকেলের শেষ আলোয় কাঞ্চনজঙ্ঘার বরফাচ্ছন্ন চূড়া সোনালি বা লালচে আভায় জ্বলে ওঠে।
🌄 কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা সময়:
ভোরবেলা (৫টা – ৭টা) : সূর্য ওঠার সাথে সাথে তুষারাচ্ছন্ন পাহাড়ে প্রথম আলো পড়লে দারুণ দৃশ্য দেখা যায়।
বিকেলের শেষ ভাগে (৪টা – ৫:৩০টা) : সূর্য ডোবার আগে চূড়াগুলো লালচে আভায় ঝলমল করে।
📍 কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga) দেখার ভিউ পয়েন্ট:
তেঁতুলিয়া ডাকবাংলো প্রাঙ্গণ – সবচেয়ে জনপ্রিয় ভিউপয়েন্ট।
বাংলাবান্ধা সীমান্ত এলাকা – এখান থেকেও স্পষ্ট দেখা যায়।
তেঁতুলিয়া সরকারি ডিগ্রি কলেজের আশেপাশের উঁচু স্থান।
স্থানীয় চা-বাগান বা নদীর ধারে খোলা জায়গা থেকেও দেখা মেলে।