বাইতুল মুকাদ্দাস বা আল-আকসা মসজিদ (Masjid Al-Aqsa / Al-Aqsa Mosque) যা ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান, এটি জেরুজালেমের পুরাতন নগরীর হারাম আল-শরীফ (Temple Mount) এলাকায় অবস্থিত। এটি কাবা ও মসজিদে নববীর পর মুসলমানদের জন্য এটি তৃতীয় পবিত্রতম মসজিদ এবং তাদের প্রথম কিবলা হিসেবে পরিচিত।
🕌 মাসজিদুল আকসার ইতিহাস কী?:
ইসলামের নবী ইব্রাহিম জেরুসালেমেও একটি উপাসনার স্থান প্রতিষ্ঠা করছিলেন। কাবা নির্মাণের চল্লিশ বছর পর (খ্রিষ্টপূর্ব ২১৭০) তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন যা পরবর্তীকালে "বাইতুল মুকাদ্দাস" নামে পরিচিত হয়। মসজিদে হারামের তুলনায় দূরতম উপাসনার স্থান হওয়ায়, ইব্রাহিম এটিকে "মাসজিদুল আকসা' বলেও উল্লেখ করতেন।